Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিএসটি পরিচিতি

কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজি পরিচিতি


টেকনোলজির সংক্ষিপ্ত পরিচিতিঃ

 নাম   কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজি
সংক্ষিপ্ত নাম   CST
 টেকনোলজি কোড   85
 অবস্থান   অ্যাকাডেমিক ভবনের চতুর্থ (০৪) তলা
 ক্লাসরুম সংখ্যা   তিন (০৩) টি
 ল্যাব সংখ্যা   চার (০৪) টি
 শিফট   দুই শিফট - সকাল ও বিকাল
 ভর্তিতে আসন সংখ্যা   প্রতি শিফটে ১০০ জন করে মোট ২০০টি আসন

 

 

বর্তমান পৃথিবী কম্পিউটার ও তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর। জীবনের প্রতিটি ধাপে, প্রতিটি ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার বেড়েই চলেছে। সেই সাথে বেড়ে চলেছে কম্পিউটার টেকনোলজির বিশ্বব্যাপী কর্মক্ষেত্র। বাস্তবমুখী কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কম্পিউটার টেকনোলজির বিশাল ও বৈচিত্র্যময় কর্মক্ষেত্রের জন্য আমরা আমাদের শিক্ষার্থীদের প্রস্তুত করে তুলতে সদা সচেষ্ট। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড প্রণীত যুগোপযোগী শিক্ষাক্রম অনুসারে তাত্ত্বিক পাঠ ও ব্যবহারিক প্রশিক্ষণ আমাদের শিক্ষার্থীদের করে তোলে পারদর্শী।

 আমাদের রয়েছে কম্পিউটার বিজ্ঞানের গভীর জ্ঞান ও কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতায় সমৃদ্ধ নবীন-প্রবীণের সমন্বয়ে একঝাঁক মেধাবী, দক্ষ, ও নিবেদিতপ্রাণ শিক্ষকমণ্ডলী। আমাদের সর্বাধুনিক কম্পিউটার ও শিক্ষা উপকরণসমৃদ্ধ ল্যাবগুলোতে শিক্ষার্থীরা বিশ্বমানের বাস্তব প্রশিক্ষণ লাভ করে নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলবার সুযোগ লাভ করে। শীতাতপ নিয়ন্ত্রিত এসকল ল্যাব সার্বক্ষণিক সিসিক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয়। বর্তমানে এ বিভাগে নিম্নলিখিত চারটি (০৪) ল্যাব রয়েছে।

 

ল্যাবের নাম

আধুনিক যন্ত্র ও শিক্ষা উপকরণসমূহ

সফটওয়্যার ল্যাব-০১

অত্যাধুনিক ল্যাপটপ কম্পিউটার, মাল্টিমিডিয়া প্রোজেক্টর, ল্যান সংযোগ, প্রিন্টার, স্ক্যানার

সফটওয়্যার ল্যাব-০২

অত্যাধুনিক ডেস্কটপ কম্পিউটার, মাল্টিমিডিয়া প্রোজেক্টর, নেটওয়ার্ক সার্ভার, ল্যান সংযোগ, প্রিন্টার, স্ক্যানার

নেটওয়ার্ক ল্যাব

অত্যাধুনিক ডেস্কটপ কম্পিউটার, মাল্টিমিডিয়া প্রোজেক্টর, প্রিন্টার, স্ক্যানার

হার্ডওয়্যার ল্যাব

মাল্টিমিডিয়া প্রোজেক্টর, হার্ডওয়্যার ট্রেনার বোর্ড, প্রিন্টার, স্ক্যানার

 

 প্রতি শিফটে ১০০ জন করে দুই শিফটে মোট ২০০ জন শিক্ষার্থী এ বিভাগে ভর্তির সুযোগ লাভ করে। কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজিতে ডিপ্লোমাধারী একজন সুদক্ষ প্রকৌশলী হিসেবে গড়ে ওঠার অংশ হিসেবে আমাদের শিক্ষার্থীগণ গ্রাফিক্স ডিজাইন, সফটওয়্যার ও অ্যাপস ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক ব্যবস্থাপনাসহ নানাবিধ বিষয়ে কারিগরি প্রশিক্ষণ লাভ করে থাকে।